মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

হানাহানির রাজনীতি ফিরে আসুক কখনোই চাই না: হান্নান মাসউদ

আপডেট : ০৭ জুন ২০২৫, ১৮:২৫

গ্রামের মানুষ শান্তিপ্রিয়, তারা হানাহানি চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, হানাহানির রাজনীতি দেশে ফিরে আসুক, তা আমরা চাই না।

শনিবার (৭ জুন) ঈদুল আজহার নামাজ শেষে নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের নিজ গ্রামের মসজিদে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত আন্দোলনের সময় ফ্যাসিবাদী শক্তি মানুষকে পাড়ায়-মহল্লায় শোষণ করেছে। এমনকি আমার বাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা হয়েছিল, যা গ্রামের মানুষ প্রতিহত করেছে।

পরে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। ঈদের নামাজ ও উদযাপন অনুষ্ঠানে এনসিপির হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএন