মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদের দ্বিতীয় দিন

বন্দি স্বজনকে ঘরের রান্না খাবার দিতে কারাগারে ভিড়

আপডেট : ০৮ জুন ২০২৫, ১৬:১৯

ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ। পূর্বঘোষিত নিয়ম মেনে ঈদের দ্বিতীয় দিনে পরিবারের রান্না করা খাবার খেতে পারছেন কারাবন্দিরা। রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য স্বজনরা বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। সে খাবার তল্লাশি শেষে পৌঁছে দেওয়া হচ্ছে বন্দিদের কাছে।

রোববার (৮ জুন) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের বন্দিদের জন্য তাদের স্বজনরা বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এলে সেগুলো যথাযথভাবে তল্লাশি করে বন্দিদের দেওয়া হচ্ছে।

এ কাজকে তরান্বিত এবং সহজ করতে কর্তব্যরত কারারক্ষীর পাশাপাশি, আশেপাশের স্কুল ও কলেজের ছেলে-মেয়েদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে শনিবার (৭ জুন) ঈদের দিন কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের মৌসুমি ফল ও রুহ আফজার শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। 

কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আগত দর্শনার্থীদের মৌসুমি ফল লিচু, শরবতে রুহ আফজা দিয়ে স্বাগত জানানো হয়েছে। এছাড়া শিশুদের জন্য দেওয়া হয়েছে ললিপপ, ক্যান্ডি ও চিপস।

ইত্তেফাক/এমএস