শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

উয়েফা নেশন্স লিগ: জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স

আপডেট : ০৯ জুন ২০২৫, ০১:৩২

ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিলো আগেই। সবশেষ সুযোগ ছিলো অন্তত তৃতীয় স্থান অর্জন করার। তবে সেটাও আর হলো কোথায়, ফ্রান্সের কাছে হেরে সেই স্বপ্নটাতেও যে গুড়ে বালি।

স্টুটগার্ডে রোববার (৮ জুন) নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। প্রথমার্ধের শেষ দিকে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মাইকেল ওলিসে। 

খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না কোনো দল। ৪৫তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান এমবাপ্পে। 

দ্বিতীয়ার্ধের শুরুতে ফরাসিদের জালে বল জড়ান দেনিজ উনদাভ। কিন্তু ভিএআরে চেক করার পর অফসাইড ধরা পড়ে। তাতে ভেস্তে যায় জার্মানির সমতায় ফেরার সুবর্ণ সুযোগ।

৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু মার্কোস থুরামের কোনাকুনি শটে ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে কোনো মতে ক্লিয়ার করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিছুক্ষণ পর এমবাপ্পের ফ্লিক দারুণ রিফ্লেক্সে কর্নার করে দেন তিনি। 

৮৪তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠে টের স্টেগেনকে পোস্টের সামনে একা পেয়ে যান এমবাপ্পে। তবে নিজে শট না নিয়ে গোল শতভাগ নিশ্চিত করতে আড়াআড়ি ক্রস বাড়ান অন্য প্রান্তে থাকা ওলিসেকে। সহজ টোকায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি কোনো দল। ২-০ গোলের সহজ নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

ইত্তেফাক/এএম