শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

খুলনায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২৫, ১০:৩৯

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন মৃত্যু হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (৯ জুন) সকালে খুলনার দারোগার ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনার লবনচড়া থানার উপপরিদর্শক আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ইজিবাইকে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন যাত্রীরা। বাগেরহাট থেকে খুলনার দিকে ফিরছিল একটি ট্রাক। দারোগার ভিটা এলাকা পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইজিবাইকটির।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এরা হলেন- ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজীম (১২)। নিহত তানজীমের বাড়ি চাঁদপুর জেলায়। এছাড়া আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এনএ