বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

'ক্লিনিক্যালি ডেড' তানিন সুবাহ, লাইফ সাপোর্ট সরিয়ে ফেলার সিদ্ধান্ত স্বামীর ওপর

আপডেট : ০৯ জুন ২০২৫, ১৩:৩৬

চিত্রনায়িকা তানিন সুবাহ লাইফ সাপোর্টে রয়েছেন এক সপ্তাহের বেশি সময় ধরে। যদিও রোববার (৮ জুন) সন্ধ্যায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, বাস্তবে এখনো তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, যেকোনো মুহূর্তে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হতে পারে। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও মস্তিষ্ক সম্পূর্ণভাবে কাজ করছে না। গতকাল বিকেলেই তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন চিকিৎসকেরা। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করা হচ্ছে তার স্বামীর সম্মতির।

সোমবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সুবাহর ছোট ভাই ইনজামুল রামিম। তিনি বলেন, 'ডাক্তাররা স্পষ্ট জানিয়েছেন, তাদের আর কিছুই করার নেই। আপুর মস্তিষ্ক কাজ করছে না, শুধু মেশিনের মাধ্যমে হৃদযন্ত্র সচল রাখা হয়েছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন, কিন্তু এখনো মা অনুমতি দেননি। সবকিছু এখন দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সবার কাছে আমার আপুর জন্য দোয়া চাই।'

জানা গেছে, তানিন সুবাহর স্বামী একজন বৈমানিক। তিনি সম্মতি দিলেই হাসপাতাল কর্তৃপক্ষ লাইফ সাপোর্ট সরিয়ে নেবে।

এর আগে ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবাহ। প্রথমে আফতাবনগরের বাসার কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরত এলেও বিকেলের দিকে আবার অসুস্থতা বাড়ে। তখন তাকে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখনো লাইফ সাপোর্টে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ করে তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয়, প্রচণ্ড ঘাম হচ্ছিল। প্রথমে অ্যাসিডিটি ভেবে ওষুধ খেয়েছিলেন, কিন্তু পরে কয়েকবার বমি করার পর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। যদিও এখনো তার অসুস্থতার প্রকৃত কারণ পরিষ্কারভাবে জানা যায়নি।

তানিন সুবাহ প্রথমে বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে তার কয়েকটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ইত্তেফাক/টিএইচ