রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ফেনীতে মুহুরীগন্জ উচ্চ বিদ্যালয়ের স্কুল ও এক্স, স্টুডেন্ট এসোসিয়েশনের মিলনমেলা 

আপডেট : ১০ জুন ২০২৫, ১১:৪২

ফেনী শহরের ইস্টেশন রেস্টুরেন্টের দরবার হলে সোমবার (৯ জুন) মুহুরীগন্জ উচ্চ বিদ্যালয়ের স্কুল ও এক্স, স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলন লাইফ মেম্বার গেট টুগেদার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নুর উদ্দিন জাহাঙ্গীর লিটন। মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জয়নাল আবদীন ও জিয়া উদ্দিন সোহাগ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইদুল হোসেন ইরান, সুলতান মোহাম্মদ ইস্কান্দার, মো. আলাউদ্দিন আল আজাদ, এয়াকুব চৌধুরী, আলমগীর সিদ্দিকী, মেজর অব. আবদুল কাদের, মোহাম্মদ ইউনুস, ইফরানুল বারী খান (সোহেল), মুজিবুর রহমান, হানিফ মামুন, নাসির উদ্দিন খোন্দকার, নাজমা আক্তার, নাসিমা আক্তার নুর, নিয়াজ মোর্শেদ, ফিরোজা আক্তার প্রমূখ। 

অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের পর সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

ইত্তেফাক/টিএইচ