শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

তাপপ্রবাহে পুড়ছে দেশ, ৩৬ জেলার ওপর দিয়ে বইছে গরম হাওয়া

আপডেট : ১০ জুন ২০২৫, ১২:২৫

সারা দেশের ৩৬টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে। একইসঙ্গে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ জুন) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বেশিরভাগ এলাকাতেই আবহাওয়া থাকবে শুষ্ক।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালীসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশেই দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আগামীকাল বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর বৃহস্পতিবার (১২ জুন) থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ওইদিন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

শুক্রবার (১৩ জুন) এবং শনিবার (১৪ জুন) একই ধারা অব্যাহত থাকতে পারে। দেশের অধিকাংশ বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময়েও দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে আসবে। তবে ততদিন পর্যন্ত তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি বাড়তেই পারে।

ইত্তেফাক/টিএইচ