বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে

আপডেট : ১০ জুন ২০২৫, ১৪:৫৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাদেকুর রহমান। তিনি গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং দীর্ঘদিন ধরে বাজারে ফার্মেসি ব্যবসা করে আসছেন

এ ঘটনায় সাদেকুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ জুন রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫) তার ফার্মেসিতে গিয়ে নিজেদের পরিচয় দেন। এক পর্যায়ে তারা দোকানে ঢুকে ওষুধ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তারা একটি কাগজ মোড়ানো প্যাকেট বের করে সেটিকে ইয়াবা হিসেবে দাবি করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে দেড় লাখ টাকা দাবি করেন।

পরে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে তারা ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।

সাদেকুর রহমান অভিযোগ করে বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে এবংেআমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এএসআই কুতুবউদ্দিন বলেন, আপনি ওসি সাহেবের সঙ্গে কথা বলেন। বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তারপর বোঝা যাবে কে দোষী আর কে নির্দোষ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সহকারী পুলিশ সুপার (আড়াইহাজার সার্কেল) মেহেদী হাসান বলেন, ঘটনাটি তদন্ত চলছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি