শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সোহেল আলমের লেখা গানে মডেল হয়েছেন শ্যামল ও চমক

আপডেট : ১০ জুন ২০২৫, ১৭:৪৪

নাটক ও ওটিটির প্রিয় মুখ শ্যামল মাওলা। অভিনেত্রী রোকাই জাহান চমকেরও দীর্ঘদিনের ব্যস্ততা নাটকে অভিনয় নিয়েই। এই দুই অভিনয়শিল্পী এবার মডেল হয়েছেন একটি মিউজিক ভিডিওতে।

‘বড্ড ভালোবাসি’ শিরোনামের এই গানটির লিখেছেন গীতিকবি সোহেল আলম। গল্প-উপন্যাস নিয়মিত লিখলেও এটিই তার প্রথম লেখা গীতি কবিতা। ঈদুল আজহা উপলক্ষে  গানটি স্পৃহা মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হবে। 

শুধু লেখা নয়, গানটির সূর করেছেন সোহেল আলম। সঙ্গীতায়োজন করেছেন এই সময়ের ব্যস্ত সংগীত পরিচালক জাহিদ নীরব। কণ্ঠ দিয়েছেন সালমান জাইম। সম্প্রতি ঢাকার নান্দনিক বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওটি নির্মান করেছেন ইশতিয়াক আহমেদ। 

‘বড্ড ভালোবাসি’ দিয়ে গান লেখা কেবল শুরু বলে জানালেন সোহেল আলম। বললেন, ‘ইতোমধ্যে দশ গানের প্রজেক্টের শুরু হয়েছে। তারই প্রথম গান বড্ড ভালোবাসি। দেশ ও দেশের বাইরের  জনপ্রিয় শিল্পীদের গাওয়া প্রজেক্টের অন্য গানগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। সবাই জানেন প্রথম সব কিছুতেই ভিন্নরকম অনুভূতি কাজ করে। প্রথম গান বড্ড ভালোবাসি নিয়েও আমার তেমন অনুভূতি কাজ করছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের পছন্দ হবে।’

ইত্তেফাক/এমএএস