রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সন্ধ্যায় খুলে নেওয়া হতে পারে চিত্রনায়িকা সুবাহর লাইফ সাপোর্ট

আপডেট : ১০ জুন ২০২৫, ১৭:৫৯

চিত্রনায়িকা তানিন সুবহার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সপ্তাহখানেক ধরে লাইফ সাপোর্টে আছেন তিনি। ইতিমধ্যেই তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা। স্বামীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।

তানিন সুবহা। ছবি: সংগৃহীত

মঙ্গলবার দুপুরে তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম গনমাধ্যমকে বলেন, ‘দুলাভাই হাসপাতালের বিল থেকে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করছেন। সন্ধ্যায় হয়তো লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে। আপুর অবস্থা আগের মতোই, চিকিৎসকের কাছ থেকে আর কোনো আশার আলো আমরা পাইনি। লাইফ সাপোর্ট খোলার পর আপুকে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাব।’

২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থ বোধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী।

তানিন সুবহা। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, তানিন সুবাহর জন্ম মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে। তবে তার শৈশব কাটে বরিশালে নানাবাড়িতে। বাবার চাকরিসূত্রে পরিবারের সঙ্গে সৌদি আরবও থেকেছেন কয়েক বছর। ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান’ ও ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় নাম লেখান। বেশি দূর যেতে না পারলেও শোবিজে কাজ করার আগ্রহ জন্মায়। এরপর বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে নাম লেখান তিনি। অভিনয় করেন নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়, এরপর নাম লেখান বেশ কিছু সিনেমায়। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ইত্তেফাক/এসএ