শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Ittefaq

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

আপডেট : ১০ জুন ২০২৫, ২২:২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।  

সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তিনি নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।

তবে কবে নাগাদ তিনি ফিরবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।   

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ উনি (খালেদা জিয়া) আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়... ডাক্তাররা তাই বলেছেন। শি ইজ মাচ বেটার।

ইত্তেফাক/এমএএম