শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত 

আপডেট : ১১ জুন ২০২৫, ০১:৩০

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম টুটুল হোসেন (৪০)। তিনি মধুপুর গ্রামের বাসিন্দা এবং প্রয়াত মুক্তিযোদ্ধা তুরাব হোসেনের ছেলে।

মঙ্গলবার (১০ জুন) রাত পৌনে ১০ দিকে এ হত্যার ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, টুটুল স্থানীয় বাজারের একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় দুটি মোটর সাইকেল যোগে চারজন সন্ত্রাসী ঘটনাস্থলে এসে গুলি চালায়। এতে টুটুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে। এছাড়া লাশের  সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি আগ্নেয়াস্ত্রসহ ২/৩ রাউন্ড তাজা গুলি এবং মাঠের মধ্যে ফেলে যাওয়া একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঠিক কারণ পুলিশ জানাতে পারেনি। তবে পূর্ব কোন শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। নিহত টুটুল দীর্ঘদিন প্রবাসে জীবন-যাপনের পর দেশে স্থানীয় বাজারে মুদি ব্যবসা করতেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

ইত্তেফাক/এমএএম