শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

হামজাদের বিশ্বাস রাখতে বললেন শাকিব খান

আপডেট : ১১ জুন ২০২৫, ১৫:২২

এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ রীতিমতো ‘তাণ্ডব’-ই যেন চালাচ্ছে প্রেক্ষাগৃহে। মুক্তির পর থেকে হাউসফুল শো যাচ্ছে, পাওয়া যাচ্ছে না টিকিট। সিনেপ্লেক্সগুলোতেও টিকিট নেই বলে জানা যাচ্ছে। দেশজুড়ে শাকিব খানের জয়জয়কার।

একই সময়ে দেশের মানুষ ভাসছে ফুটবল জোয়ারে। এবার এই মেগাস্টারের মুখে শোনা গেলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশংসা।

ক্রীড়াজগতের প্রতি শাকিব খানের ভালোবাসা নতুন কিছু নয়। দেশের অন্যতম জনপ্রিয় এই চিত্রনায়ক একসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও ছিলেন। নিয়মিত ক্রিকেট দেখার পাশাপাশি ফুটবলের প্রতিও রয়েছে তার সমান আগ্রহ।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বল পায়ে হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। কাজেই খেলার ফলাফল ছিল নিজেদের জন্য হতাশাজনক। কিন্তু দেশের কোটি ফুটবলপ্রেমীদের উৎসাহ ও আবেগ এই পরাজয়েও যেন হার মানেনি অনেকের মন, তাদের একজন শাকিব খান।

এ নিয়ে এক ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয়- এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।’

মেগাস্টার শাকিব খান। ছবি: সংগৃহীত

শাকিবের সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত। খেলার মাঠে বাংলাদেশের ফুটবল দল এবং পর্দার মেগাস্টারের এই একাত্মতা নিয়ে আবেগে জড়ান সকলে।

প্রসঙ্গত, দর্শক থেকে সমালোচক সব মহলেরই প্রশংসা কুড়ানো শাকিব খানের ‘তাণ্ডব’ ভরপুর অ্যাকশন এবং টানটান উত্তেজনাপূর্ণ গল্পের কারণে প্রথম থেকেই দর্শকদের পছন্দের শীর্ষে। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

ইত্তেফাক/এসএ