শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ড. ইউনূসের গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতি, আহত ৪

আপডেট : ১১ জুন ২০২৫, ১৯:৪৯

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের মৎস্য ঘেরে ডাকাতি হয়েছে। এ সময় ঘেরের চারজন কর্মচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনের রামপুর মৌজায় ৩০০ একর আয়তনের ঘেরে এই ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী।

খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরী বলেন, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে অস্ত্রধারী ৭-৮ ডাকাত আমাদের খামার অফিস এলাকায় ঢুকে পড়ে। ডাকাতরা খামার অফিসের কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে খামারে রক্ষিত বাগদা, কোরাল, বাটাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার টাকার মাছ ও ঘের কর্মচারীদের দুটি মোবাইল ও ছয়টি টর্চলাইটও লুট করে নিয়ে যায়। বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘের।

তিনি আরও জানান, ডাকাত দল রাতের আঁধারে যখন মাছ লুট করছিল, তখন কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে তাদের মারধর করা হয়। মারধরে ঘেরের মসজিদের ইমাম মোজাম্মেল হক, কর্মচারী নাসির উদ্দিন, মো. মোজাম্মেল ও মো. মিজান আহত হয়েছেন।

উৎপল কান্তি চৌধুরী বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগের দখলবাজ সন্ত্রাসীরা ঘের ছেড়ে পালিয়ে গেলে গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ আবার মাছ চাষ শুরু করে। এরই মধ্যে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনাটি ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘেরে ডাকাতি বিষয়ে খামার ব্যবস্থাপকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/এমএস