বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ছেলেকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ জুন ২০২৫, ১০:৫৬

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ছেলের বিরুদ্ধে।

বুধবার (১১ জুন) রাতে উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া।

নিহত ৬০ বছরের আলী দেওয়ান ওই বাড়ির বাসিন্দা। ঘটনার পর থেকে পলাতক তার ছোট ছেলে মামুন।

পুলিশ জানায়, মামুন মাদকাসক্ত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। তবে ঈদের আগে সে জামিনে বের হয়ে আসে। কারগার থেকে বের হয়ে মামুন ফের মাদক ব্যবসা শুরু করলে তা নিয়ে বাধা দেন আলী দেওয়ান। এ নিয়ে কয়েকদিন ধরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল।

এর মধ্যে বুধবার রাতে এশার নামাজের সময় ওজু করতে বাড়ির পাশে টিউবওয়েলে যান আলী। তখন পেছন থেকে ধারালো দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করে মামুন। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে মামুন পালিয়ে যায়। 

হযরত আলীর বড় ছেলে নূর হোসন জানান, র্দীঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়িত ছিলেন মামুন। সম্প্রতি সে জেল খেটে জামিনে বের হন। ঘটিনার দিন ওযু করছিলেন আলী। তখন হঠাৎ মামুন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আঘাত করে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বৃদ্ধ আলী ঘটনাস্থলেই মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই মামুন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

ইত্তেফাক/এপি