শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

আপডেট : ১২ জুন ২০২৫, ১২:৪৭

টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দিবাগত রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলো, ওই গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিনের ছেলে শাওন (১২) ও হাবিল উদ্দিনের ছেলে নাঈম (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিম জেসমিন পাপিয়া।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টায় সৌদী প্রবাসী জমির উদ্দিনের ছেলে শাওন ও তার ভাতিজা নাঈম বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। একপর্যায়ে রাতে বাড়ির পাশে পুকুর পাড়ে তাদের পায়ের জুতা পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। পরে স্থানীয় লোকজন রাত ১০টার দিকে পুকুরে খোঁজাখুঁজি করতে থাকে এবং পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। দুই শিশুর কেউ সাঁতার জানতো না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/এপি