স্বর্ণ ও টাকা চুরির অভিযোগে সাগর (২২) নামে এক যুবককে থানায় ধরে আনে পুলিশ। আদালতে পাঠানোর আগে তাকে রাখা হয় থানা হাজতে। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতের গ্রিল কেটে পালিয়ে যায় সেই আসামি। এ নিয়ে তোলপাড় শুরুর পর তল্লাশি চালিয়ে আবারও ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (১১ জুন) রাঙ্গামাটির কাপ্তাই থানায় ঘটেছে এই ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির মামলা রয়েছে। ওই মামলায় বুধবার দিবাগত রাতে কাপ্তাইয়ের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর ভোরে তাকে রাখা হয় কাপ্তাই থানার হাজতে। সেদিন সকাল ৯টার দিকে হাজতের গ্রিল কেটে থানার পেছন দিয়ে পালিয়ে যায় সাগর। এ ঘটনা জানাজানির পর অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) এস আই মো. অলি উল্লাহ বলেন, সাগরের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। হাজত থেকে পালানোর ঘটনায় নতুন করে পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, থানা হাজত থেকে আসামি পালানোর ঘটনা পুলিশের জন্য বিব্রতকর। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নামানো হয় এবং টানা অভিযানের মাধ্যমে পালানো আসামিকে আবারও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।