শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন শান্ত 

আপডেট : ১২ জুন ২০২৫, ১৮:২১

গত ডিসেম্বরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এমন সিদ্ধান্তের কারণ বিসিবি কিংবা শান্ত কেউই স্পষ্ট করে কিছু বলেননি। এরই মধ্যে নতুন করে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। 

শুক্রবার (১৩ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। এ সময় নিজের টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেছেন শান্ত। 

শান্ত বলেন, 'টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে একটা কারণ ছিল যে আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম। আমি আর অধিনায়কত্ব করতে চাই না, এই ফরম্যাটে। আমার নিজের ব্যাটিংটাতে একটু সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি।'

তিনি আরও বলেন, 'নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো ওই কারণে আমি বোর্ডকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টিতে না রাখতে। ব্যাটিংটাতে আরও ফোকাস দিতে, যে কারণে ব্যাটিংটাতে আরও, দলের জন্য কনট্রিবিউট করতে পারি। ওই জায়গায় আমার মনে হয় সামনে যদি সুযোগ আসে আমি আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো।'

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন