প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৭:২১ পিএমআপডেট : ১২ জুন ২০২৫, ০৭:২১ পিএম
বুধবার রাতে গ্ল্যামারাস লুকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ছবিগুলো দিয়ে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম টু তাণ্ডব শো।’ ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘তাণ্ডব’–এ আছেন জয়া, আর প্রধান চরিত্রে শাকিব খান।
এবারের ঈদটা জয়া আহসানের জন্য একটু অন্যরকম। ঈদে মুক্তি পেয়েছে তার দুই সিনেমা।
‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে জয়াকে। দুই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তাণ্ডব ছবিতে জয়াকে দেখা গেছে সাংবাদিক সায়রা আলীর চরিত্রে।
তাণ্ডব’ ছাড়াও তানিম নূরের ‘উৎসব’ সিনেমাতেও আছেন জয়া। এ ছবিতে তাকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে।
এবার ঈদে অনেক দিন পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া অভিনীত সিনেমা।