বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইসরায়েলের অতর্কিত হামলা

ইরান এখন কী করবে? 

আপডেট : ১৩ জুন ২০২৫, ১১:২৩

ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসির।  

সেইসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তাদের দেশে জরুরি অবস্থাও ঘোষণা করেন। তিনি বলেন, খুব শিগগিরই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে পারে ইরান।

হামলার পরপরই তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

এ ছাড়া, ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর-এর (আইআরজিসি) প্রধান কার্যালয়ের ওপরও হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন আইআরজিসি'র কমান্ডার হোসেইন সালামি।

শুক্রবার ভোরের ওই হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনিই সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী। এর বাইরে হামলায় ইরানের শীর্ষস্থানীয় দুই পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি। আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

সর্বশেষ ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেভ্যুলেশনারি গার্ডের সম্পৃক্ত সংবাদসংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।  

 

নউর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির সহযোগী শামখানি নিহত  হয়েছেন। তবে খামেনি অক্ষত আছেন বলে নিরাপত্তা সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।  

এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছেন খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা খামেনির একটি বিবৃতিতে প্রকাশ করেছে।

খামেনি বলেছেন, ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আইআরজিসি জানিয়েছে, তাদের প্রধানকে হত্যার বদলা তারা নেবে।

ইসরায়েলের চিফ অফ স্টাফ, ইয়াল জামির বলেছেন, যে আমাদের চ্যালেঞ্জ করার চেষ্টা করবে তাকে চড়া মূল্য দিতে হবে। তিনি ইরানের এই লড়াইকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেছেন। 

এ ছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বড় মূল্য দিতে হবে। 

ইত্তেফাক/এসআর