ইরানের ওপর ইজরায়েলের হামলার ঘটনায় সৌদি আরব ও ওমান নিন্দা জানিয়েছে। শুক্রবার (১৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি আরব এক বিবৃবিতে জানান, ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। যদিও সৌদি আরব এই জঘন্য হামলার নিন্দা জানায়, তবুও আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার একটি বড় দায়িত্ব রয়েছে।
অপরদিকে ওমান বিবৃবিতে জানান, সাম্প্রতিক মাসগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ওমান ইসরায়েলের আক্রমণ বিপজ্জনক এবং বেপরোয়া বৃদ্ধি। যা আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি অগ্রহণযোগ্য এবং চলমান আক্রমণাত্মক আচরণের প্রতিনিধিত্ব করে। যা এই অঞ্চলে স্থিতিশীলতার ভিত্তিকে ক্ষুন্ন করে। এই উত্তেজনা বৃদ্ধি এবং এর পরিণতির জন্য ইসরায়েল দায়ী।
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের লক্ষ্যে ষষ্ঠ দফা আলোচনার জন্য ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের এই সপ্তাহে ওমানে একটি ইরানি প্রতিনিধি দলের সাথে দেখা করার কথা ছিল। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে ইসরায়েলের হামলায় জড়িত থাকার অভিযোগ করে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয় ইরান। এরপরই পরমাণু শান্তি আলোচনা সন্দেহের মুখে পড়ে।