শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিমান দুর্ঘটনায় স্বজন হারালেন 'টুয়েলভথ ফেল' অভিনেতা বিক্রান্ত মাসে

আপডেট : ১৮ জুন ২০২৫, ১৩:০৬

আহমেদাবাদের লোকালয়ে বিমান দুর্ঘটনায় স্তম্ভিত পুরো ভারত।  লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটিতে থাকা ২৪২ আরোহীর মধ্যে এক জন ছাড়া বাকি সকলেই নিহত হয়েছেন। গোটা ভারত জুড়ে চলছে শোকের মাতম।

এক নিমিষেই পুড়ে অঙ্গার তিন শতাধিক মানুষ। যাদের মধ্যে বিমানের আরোহী-ক্রু ছাড়াও ছিলেন লোকালয়ের মানুষ। সেই শত শত লাশের ভিড়ে একজন ছিলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসের ভাই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার দিন রাতেই স্বজন হারানোর খবর দিয়েছিলেন বিক্রান্ত। এই দুর্ঘটনায় শুধু ভাই হারানোর জন্যেই নয়, সকলের জন্যেই শোকাহত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিনেতা উল্লেখ করেন, ‘আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার এবং প্রিয়জনদের কথা ভেবে আমার মন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আরও বেশি কষ্ট হচ্ছে এক ব্যক্তিগত কারণে। এই দুর্ঘটনায় আমার কাকা ক্লিফোর্ড কুন্দের তার ছেলে ক্লাইভ কুন্দেরকে হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে যিনি ওই বিমানের সহকারী পাইলট ছিলেন। ঈশ্বর আমাদের সকলকে শক্তি দিন।’

বিক্রান্তের শোকবার্তার পরই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। একের পর এক শোকবার্তার ভিড় জমতে থাকে অভিনেতার সোশাল মিডিয়া হ্যান্ডেলে। সকলেই ভেবেছিলেন, নিহত সহকারী পাইলট সম্ভবত বিক্রান্ত মাসের তুতো ভাই। তবে শুক্রবার (১৩ জুন) সকালেই ধোঁয়াশা পরিষ্কার করলেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা।

বিক্রান্ত মাসে জানান, ওই বিমান দুর্ঘটনায় নিহত সহকারী পাইলট ক্লাইভ কুন্দেরের সঙ্গে আদতে তার রক্তের কোনো সম্পর্ক নেই। ক্লাইভ আসলে তাদের পারিবারিক বন্ধু। নতুন পোস্টে সেকথা উল্লেখ করেই বিক্রান্ত জানান, ‘আর কোনো জল্পনা-কল্পনা করবেন না দয়া করে। অনুরোধ করছি, আমাদের পরিবার এবং প্রিয়জনদের শান্তিতে শোক পালন করতে দিন।’

ইত্তেফাক/এসএ