বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত

আপডেট : ১৩ জুন ২০২৫, ২২:০৫

ইসরায়েলের হামলায় ইরানের আরজিএসপ্রধান, সেনাপ্রধান ও কয়েকজন পরমাণুবিজ্ঞানী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (১৩ জুন) এক শোক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, আজ ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবাজ ইসরায়েলের বিমানবাহিনীর মুহুর্মুহু হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ, পরমাণুবিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আবদুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাকি, মোতলাবিজাদেহ ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি।

দলটির সেক্রেটারি জেনারেল বলেন, আমি যুদ্ধবাজ ইসরায়েলের এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের হামলায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের জীবনের সব নেক আমল কবুল করে তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তৌফিক দান করুন, আমিন। আমরা আশা করছি, ইরানের সরকার ও জনগণ শিগগির তাদের এই বিরাট ক্ষয়ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবে।

ইত্তেফাক/এমএস