পদ্মা সেতুর ওপরে ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম রাকিব সমাদ্দার। তার বাড়ি খুলনায়।
আহতেরা হচ্ছেন মিল্টন (২৫), আয়েশা সিদ্দিক (১০), শেখ খালিদুর, আছাদ গাজী, মো. মামুন, মো. হাবিব শেখ, আরিফুল শেখ, হাবিব মৃধা, কামরুন্নাহার ও ফরিয়াদ ইসলাম। মিল্টনের বাড়ি গোপালগঞ্জে। বাকিদের বাড়ি খুলনায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহাকারী পরিচালক মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।