বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ঢুকতে ধাক্কাধাক্কি, বিএনপির দুপক্ষে চেয়ার ছোড়াছুড়ি

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯:৩৯

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের চেয়ার ছোড়াছুড়িতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) বিকেলে জাহাজমারা বাজারে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী আয়োজন করে জাহাজমারা ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিকেলেই অনুষ্ঠান শুরু হয়। সভার মাঝপথে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহীল মজিদ নিশানের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে প্রবেশের চেষ্টা করে। কিন্তু মানুষের ভিড়ের কারণে তারা মঞ্চের সামনে পৌঁছাতে বাধাপ্রাপ্ত হয়। এক পর্যায়ে নিশানের অনুসারীরা ভিড় ঠেলে সমাবেশস্থলে ঢুকতে গিয়ে ধাক্কাধাক্কি ও চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েন। 

এ সময় সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া আলাউদ্দিন রনির সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সবশেষ উভয় পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে পাঁচ থেকে ছয়জন আহত হলেও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণা করেন।

এ ঘটনার জন্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনিকে দায়ী করে লুৎফুল্লাহীল মজিদ নিশান বলেন, ‘আমার অনুসারীদের সভায় ঢুকতে বাধা দেওয়া হয়। এটি পূর্বপরিকল্পিত ঘটনা।’

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন রনি বলেন, ‘সুন্দর পরিবেশে অনুষ্ঠান চলছিল। কিন্তু একটি দুষ্কৃতিকারী গ্রুপ পরিকল্পিতভাবে সংঘর্ষে জড়িয়ে অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করেছে।’

এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, ‘ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

ইত্তেফাক/এপি