বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মুন্সিগঞ্জের গজারিয়া

সরু রাস্তার কারণে যেতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি, পুড়ে ছাই বসতঘর

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:৪৬

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে এক ফল ব্যবসায়ীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে ভবের চর ইউনিয়নের কলেজ রোড এলাকার চকের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়িটি ভবের চর বাসস্ট্যান্ড এলাকার ফল বিক্রেতা আজহার সরকারের। আগুনে তার একমাত্র বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, আলমারি, ফ্রিজ, স্বর্ণালংকার ও নগদ টাকা—সবই ভস্মীভূত হয়।

আজহার সরকার জানান, তিনি ভবেরচর বাসস্ট্যান্ডে ফল বিক্রি করেন। থাকেন কলেজ রোড এলাকায় ভাড়া বাসায়। এই বাড়িতে শুধু রাতে স্বামী-স্ত্রী এসে ঘুমান। সারাদিন স্থানীয় বখাটে নেশাখোররা এসে আড্ডা দেয়। তারাই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিয়ে গজারিয়া ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কমান্ডার মো. রিফাত মল্লিক বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সরু রাস্তার কারণে গাড়ি যেতে না পারলেও আমরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি