শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য, বিব্রত তাবিথ

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৩:৪২

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। এছাড়াও দলে যোগ দিয়েছেন সামিত সোমের মতো ফুটবলার। তবুও প্রত্যাশিত পারফরম্যান্স আসছে না জাতীয় দল থেকে। এর পেছনে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে সমালোচনা করেছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাবরেরাকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন সমর্থকরা। এবার স্প্যানিশ এই কোচের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী কমিটি এবং জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন।

শনিবার (১৪ জুন) ফেডারেশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। 

তবে শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ চান। তিনি বলেন, ‘আমি এখানে অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে মন্তব্য করব না। আমি জাতীয় দল কমিটির সদস্য। সে হিসেবে আমার একটাই এজেন্ডা। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের চাওয়া এটি।’

May be an image of 6 people and text that says

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শাহীনের এমন দাবিতে বেশ বিব্রত হয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করবো।’

ইত্তেফাক/জেডএইচ