শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

কোন দেশের কত জন ফুটবলার খেলবেন ক্লাব বিশ্বকাপ

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৫:৩৯

আগামীকাল ভোরে পর্দা উঠছে ক্লাব বিশ্বকাপের। বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে খেলবেন বড়বড় সব তারকা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি ও আল আহলি। উদ্বোধনী ম্যাচের দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। এছাড়াও টুর্নামেন্টে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, হ্যারি কেইন, আলিং হালান্ডসহ বড়বড় তারকাদের। 

তবে বার্সেলোনা টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় দেখা যাবেন লামিনে ইয়ামাল, পেদ্রি,লেভানন্দোভস্কির মতো তারকাদের। ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ১ হাজার ছয় জন ফুটবলার অংশগ্রহণ করবেন। ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে ব্রাজিলের সর্বোচ্চ ১৪১ জন ফুটবলার খেলবেন। যা ইতিহাসের সর্বোচ্চ।

এছাড়াও ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ফুটবলার খেলবেন আর্জেন্টিনার। আলবিসেলেস্তের ১০৩ জন ফুটবলার অংশ নিবেন এবারের আসরে। এছাড়াও এই তালিকায় তিন নম্বরে আছে স্পেন। দেশটির মোট ৫৪ জন ফুটবলার অংশ নিবে এই টুর্নামেন্টে। সেইসঙ্গে ৪৯ ফুটবলারের অংশগ্রহণে এই তালিকায় চার নম্বরে আছে পর্তুগাল এবং মেক্সিকোর ৪১ জন ফুটবলার খেলবেন এবারের আসর, যা পঞ্চম সর্বোচ্চ। 

May be an image of 12 people, people playing American football, people playing football, crowd and text that says "DA DA ZN ရ FIFA EVERY GAMEI FREE EVERYGAMEİFREEIDAZN.COM DAZN.COM ρχυεK 地公"

এছাড়াও যুক্তরাষ্ট্রের ৪০ জন, ফ্রান্সের ৩৭, জার্মানির ৩৬, ইতালির ৩৬, মরক্কোর ৩১, দক্ষিণ আফ্রিকার ৩১, জাপানের ২৯, উত্তর ও দক্ষিণ কোরিয়া মিলিয়ে ২৭, ইংল্যান্ডের ২৫, সৌদি আরব ২৫, তিউনিসিয়ার ২৫, উরুগুয়ের ২৪, মিশরের ২৩, নিউজিল্যান্ড, ২৩, কলম্বিয়ার ১৪ ও অস্ট্রিয়ার ১৩, সুইডেন ৯, বেলজিয়াম ৮, মালি ৮, নেদারল্যান্ডস ৮, নরওয়ে ৮, সংযুক্ত আরব আমিরাত ৮, চিলি ৬, প্যারাগুয়ে ৬, তুরস্ক ৬. ভেনেজুয়েলা ৬, ক্রোয়েশিয়া ৫, ইকুয়েডর ৫, নাইজেরিয়া ৫, সার্বিয়া ৫, সুইজারল্যান্ড ৫, আলজেরিয়া ৪, ডেনমার্ক ৪, পোল্যান্ড ৪, কানাডা ৩, গানা ৩, গ্রিস ৩, সেনেগাল ৩, স্লোভেনিয়া ৩, ইউক্রেন ৩, আলবেনিয়া ৩, অ্যাঙ্গোলা ৩, ক্যামেরুন ৩, আইভরি কোট ২, এল সালভাদর ২, ইজরায়েল ২, লুক্সেমবার্গ ২।

এছাড়াও আর্মেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুরকিনা ফাসো, চীন, কঙ্গো, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্যাবন, জর্জিয়া, গুয়াতেমালা, গিনি, গায়ানা, হাইতি, হন্ডুরাস, ইরান, জ্যামাইকা, মন্টিনিগ্রো, নামিবিয়া, প্যালেস্টাইন, পেরু, আয়ারল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া, সিরিয়া, তানজানিয়া, টোগো, উগান্ডা, উজবেকিস্তান ও জিম্বাবুয়ের ১ জন করে ফুটবলার অংশ নেবেন এই টুর্নামেন্টে।

ইত্তেফাক/জেডএইচ