বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ডাকাতির মামলায় ক্লাব বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন ডিফেন্ডারের

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৬:৪৪

আগামীকাল ভোরে পর্দা উঠছে ক্লাব বিশ্বকাপের। বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে খেলবেন বড়বড় সব তারকা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খেয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। দলটির ২৫ বছর বয়সী সেন্টার ব্যাক আর্টন কস্তা ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না। 

কস্তা ভিসা দেয়নি টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তিনবার ইউএস অ্যাম্বেসিতে সাক্ষাৎকার দিয়েও ভিসা পাননি বোকা জুনিয়র্সের এই ডিফেন্ডার। কারণ হিসেবে জানানো হয়েছে, তার বিরুদ্ধে মামলা আছে যা নিষ্পত্তি হয়নি। 

সংবাদমাধ্যমের মতে, ২০১৮ সালে আর্টন কস্তার নামে ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা করা হয়। যে মামলা এখনো নিষ্পত্তি হয়নি। শুনানির শেষ ধাপে আছে। খেলোয়াড় ও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মামলা থাকার কারণে ভিসা পাননি কস্তা। 

ক্লাবের পক্ষ থেকে ফিফার কাছে তার ভিসা দেওয়ার বিশেষ সুপারিশ করা হয়েছিল। তাতেও কাজ হয়নি। বোকা জুনিয়র্সের আরেক ডিফেন্ডার মার্কো পেলেগ্রিনো ইনজুরিতে পড়েছেন। যে কারণে ক্লাব বিশ্বকাপে রক্ষণভাগ নিয়ে বিপদে পড়েছেন দলটির কোচ মিগুয়েল এঞ্জেল রুশো।

ইত্তেফাক/জেডএইচ