শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

আগুনের ঝুঁকি, ১১ লাখ পাওয়ার ব্যাংক ফেরত নিচ্ছে অ্যাংকার

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৯:১০

অ্যাংকার পাওয়ার ব্যাংক ব্যবহারকারীরা সাবধান। কেননা পাওয়ারকোর ১০০০০ মডেলের এই পাওয়ার ব্যাংকগুলোতে আগুন ধরার সম্ভাব্য ঝুঁকি রয়েছে। বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে বাজার থেকে কমপক্ষে ১১ লাখ পাওয়ার ব্যাংক প্রত্যাহার করে নিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাংকার। 

অ্যাংকার জানিয়েছে, পাওয়ারকোর ১০০০০ মডেলের (মডেল নম্বর: এ১২৬৩) পাওয়ার ব্যাংকগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারির ত্রুটির কারণে অতিরিক্ত গরম হয়ে প্লাস্টিক গলে যেতে পারে, ধোঁয়া উঠতে পারে, এমনকি আগুনও ধরে যেতে পারে।

জানা যায়, এই পাওয়ার ব্যাংকগুলো ১ জুন, ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বিক্রি হয়েছে। এগুলো মূলত আমাজন, নিউএগ, ইবে এবং অ্যাংকারের নিজস্ব ওয়েবসাইট থেকে বিক্রি হয়েছে।

যুক্তরাষ্ট্রের কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশন (ইউএসসিপিএসসি) জানিয়েছে, এই রিকলে (ফেরত নেওয়ার তালিকায়) ১১ লাখ ৫৮ হাজারটি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত ১৯টি আগুন বা বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২টি ঘটনার ফলে হালকা দগ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে এবং ১১টি ক্ষেত্রে সম্পদের ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ ৬০ হাজার ৭০০ ডলার।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রীত নির্দিষ্ট সিরিয়াল নম্বরের ইউনিটগুলো অ্যাংকার ফেরত নেবে। পাওয়ার ব্যাংকের নিচের দিকে থাকা ‘প্রোডাক্ট ডিটেইলে’ গিয়ে মডেল নম্বর এ১২৬৩ কি না তা দেখে নিতে হবে।

যদি আপনার পাওয়ার ব্যাংকের মডেল নম্বর এ১২৬৩ হয়, তাহলে অ্যাংকারের ওয়েবসাইটে গিয়ে একটি ভেরিফিকেশন টুল ব্যবহার করে যাচাই করতে হবে সিরিয়াল নম্বর। যদি সিরিয়াল নম্বর মুছে যায় বা পড়া না যায়, তাহলে অ্যাংকারের কাছে নির্দেশনা চাওয়ার অনুরোধ জানানো হয়েছে। রিকলের আওতায় পাওয়ার ব্যাংকটি পড়ে গেলে, তা ব্যবহার করা থেকে সঙ্গে সঙ্গে বিরত থাকতে বলা হয়েছে।

ইত্তেফাক/এনটিএম/এমএস