সকালে স্বাগতিক ইন্টার মায়ামি ও আল আহলির ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ক্লাব ফিফা বিশ্বকাপের ২১তম আসরের। আসরের তৃতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল পিএসজি ও অ্যাতলাটিকো মাদ্রিদ। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। ইতিহাসের প্রথমবারের মতো ইন্টার মিলানকে হারিয়ে ক্লাবটি জিতেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সেই সঙ্গে প্রথমবারের মতো লুইস এনরিকের দল জয় করেছে ইউরোপিয়ান ট্রেবল। দুর্দান্ত সময় কাটানো ফরাসি দলটির লক্ষ্য এখন প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ডেম্বেলে-হাকিমিরা। সব মিলিয়ে গেল মৌসুমে মোট চারটি শিরোপা জিতেছিল ফরাসি ক্লাবটি। এবার তাদের চোখ পঞ্চম এবং মৌসুমের শেষ শিরোপায়।
যদিও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলছে পিএসজি। প্রথম আসরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় এবং ক্লাব বিশ্বকাপ নিয়ে দুই সপ্তাহে আগে পিএসজি বস লুইস এনরিক বলেছিলেন, 'আমি মনে করি, এটি একটি অবিশ্বাস্য প্রতিযোগিতা। আমাদের লক্ষ্য প্রতিযোগিতামূলক হওয়া এবং মৌসুমের পঞ্চম ট্রফি জেতার চেষ্টা করা।'
তবে প্রথম ম্যাচে শক্তিশালী অ্যাতলাটিকো মাদ্রিদের বিপক্ষে যে ফরাসি ক্লাবটিকে দিতে হবে কঠিন পরীক্ষা সেটা হলফ করে বলা যায়। আলভারেজ, গ্রিজম্যান, ডি পলরা যে ছেড়ে কথা বলবে না সেটা ভালোই জানা আছে ফরাসি বস লুইস এনরিকের। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলছে অ্যাতলাটিকো মাদ্রিদ ও পিএসজি। সেখানে একটি করে জয় দুই দলের। এছাড়াও বাকি একটি ম্যাচ ড্র।
তবে সব লিগ মিলিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচে পাঁচটিতে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল। অন্যদিকে নিজেদেরে সবশেষ পাঁচ ম্যাচে তিনটি জয় পেয়েছে দিয়েগো সিমিওনের দল। এছাড়াও বাকি একটি ম্যাচ হার এবং ড্র হয় একটি ম্যাচ। এই ম্যাচে যে দল জিতবে 'বি' গ্রুপ থেকে রাউন্ড ষোলোতে খেলার দৌড়ে সবার ওপরে থাকবে তারা।
আজ অ্যাতলাটিকো মাদ্রিদ এবং পিএসজির ম্যাচের আগে 'সি' গ্রুপ থেকে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। দলটির প্রতিপক্ষ নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শক্তিমত্তার দিক থেকে অকল্যান্ড সিটির চেয়ে যোজন যোজন এগিয়ে বায়ার্ন মিউনিখ। সবশেষ ম্যাচের বুন্দেসলিগার শিরোপা জিতেছিল দলটি। অকল্যান্ড সিটিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনা করতে চাইবে হ্যারি কেইন-জামাল মুসিয়ালারা।