মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

নাগরিকদের ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ দিলো যুক্তরাজ্য

আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:১০

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নাগরিকদের ইসরায়েলে 'সব ধরনের ভ্রমণ' এড়িয়ে যেতে বলেছে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর।

নির্দেশিকা অনুসারে, একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। কোনো সতর্কতা ছাড়াই পরিস্থিতি দ্রুত আরও খারাপ হতে পারে।

লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাজ্য 'প্রয়োজনীয়' কিছু ছাড়া অন্য সকল ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দেওয়ার দুই দিন পর এই সতর্কতার মাত্রা বাড়ানো হলো।

ইসরায়েল ও ইরানের মধ্যে হামলার পর দেশটির আকাশসীমা বন্ধ থাকায় গত তিন দিন ধরে ইসরায়েলে বিমান যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে, ইসরায়েলি আকাশসীমা বর্তমানে বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রয়েছে। কোনো আগত বা বহির্গামী ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না।

ইত্তেফাক/এসকে