জয়পুরহাট শহরের খঞ্জনপুরে এলাকায় ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ইদ্রিস আলী (৪১) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। নারী শিশুসহ অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে।
রোববার (১৬ জুন) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মিশন মোঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া গ্রামের একরাম আলীর ছেলে।
আহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের আব্দুল সোবহানের ছেলে মাসুদ হোসেন (৫৩), একই গ্রামের সোলাইমান আলীর ছেলে শামীম হোসেন (৫০), তার স্ত্রী মিনু আক্তার (৪২ ), হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে নিহা আক্তার (২)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট শহর থেকে অটোরিকশায় ৫ জন যাত্রী নিয়ে ভাপসার দুগ্ধ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইদ্রিস আলী প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মাসুদ হোসেন, শামীম হোসেন ও তার স্ত্রী মিনু আক্তারকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।
ওসি খন্দকার ফরিদ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেছে। আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে পাঠিয়েছে। ট্রাক আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।