বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

অ্যাতলেটিকোকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত শুরু পিএসজির

আপডেট : ১৬ জুন ২০২৫, ১৩:৪৩

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। এমন সুখস্মৃতি নিয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে গিয়ে দুর্দান্ত শুরু করেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসের জায়ান্টরা। 

রোববার (১৫ জুন) লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পিএসজি আধিপত্য বিস্তার করে খেলে। ম্যাচের ১৯ মিনিটেই ফাবিয়ান রুইজের দূরপাল্লার জোরালো শটে গোলের দেখা পায় প্যারিসের ক্লাব। এরপর ভিতিনহার গোলে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে লুইস এনরিকের শিষ্যরা। একের পর আক্রমণে অ্যাতলেটিকোর ডিফেন্সকে ব্যস্ত রাখে পিএসজি। ম্যাচের ৮৭ মিনিটে আবারও গোলের দেখা পায় তারা। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলু।

এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় পিএসজি। সেখান থেকে গোল করে অ্যাতলেটিকোর কফিনে শেষ পেরেক ঠোকেন লিং কাং। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে ক্লাব বিশ্বকাপে শুভ সূচনা করে লুইস এনরিকের শিষ্যরা।

ইত্তেফাক/জেডএইচ