বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে ফের গোলযোগ, মাঝ আকাশ থেকেই ফিরলো বিমান

আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭:৪৫

কয়েক দিন আগের ভয়াবহ প্লেন দুর্ঘটনার রক্তাক্ত স্মৃতি এখনো দগদগে। সেই ধাক্কা কাটতে না কাটতেই আবারও মাঝ আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার হংকং থেকে দিল্লি যাওয়ার সময় আচমকা গতিপথ ঘুরিয়ে ফিরে গেছে হংকংয়ে।

ফ্লাইট এআই৩১৫ সোমবার (১৬ জুন) হংকং থেকে রওয়ানা হয়ে কিছুটা পথ অতিক্রম করতেই টেকনিক্যাল গ্লিচ বা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান ক্রু সদস্যরা। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ফ্লাইটটি ফের হংকংয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।

গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই ১৭১ ফ্লাইটটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়

এ ঘটনার মাত্র চারদিন আগে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই১৭১ ফ্লাইটটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ ঘটনায় মারা যান ২৪১ যাত্রী ও ক্রু। এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্লেন দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বারবার এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রী নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও পাইলট প্রশিক্ষণ— সব নিয়েই সমালোচনার ঝড় বইছে।

ইত্তেফাক/এনএ