শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বার্সায় অনিশ্চিত ভবিষ্যৎ স্টেগেনের, আগ্রহী তুর্কি ক্লাব  

আপডেট : ১৬ জুন ২০২৫, ১৯:০৫

২০১৪ সালে জার্মান ক্লাব বরুসিয়া মনচেন গ্লাডবাক ছেড়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে যোগ দিয়েছিলেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সামর্থ্যের প্রমাণ দিয়ে কাতালানদের গোলবারের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন তিনি।

মেসি বার্সা ছাড়ার পর কাতালানদের অধিনায়কের আর্মব্যান্ড ওঠে এই জার্মান তারকার হাতে। তবে চলতি মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুমের জন্য ছিটকে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তার জায়গা পোলিশ গোলরক্ষক সেজনির হাতে উঠে বার্সার গোলবারের দায়িত্ব এবং দুর্দান্ত থেকে মৌসুম শেষ করেন তিনি। বার্সার হয়ে জিতেছেন তিনটি শিরোপা। যার কারণে সেজনির সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় বার্সেলোনা।

গেল মৌসুমে বার্সার হয়ে আট ম্যাচে মাঠে নামেন স্টেগেন। তবে সেসব ম্যাচে নিজের নামের সুবিচার করতে পারেননি তিনি। যার কারণে নিজেদের অধিনায়কের সঙ্গে এক দশকের সম্পর্ক ছিন্ন করতে চায় ক্লাবটি। যদিও ২০২৮ সাল পর্যন্ত এই জার্মান তারকার সঙ্গে চুক্তি রয়েছে বার্সেলোনার। 

তবে শুরুতে বার্সা ছাড়তে রাজি হননি স্টেগেন। নতুন করে স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়ার সঙ্গে চুক্তি প্রায় সম্পূর্ণ করেছে কাতালুনিয়ার ক্লাবটি। তাতে ক্লাব তৃতীয় গোলরক্ষকে রূপান্তরিত হন স্টেগেন। ক্লাবে থাকলেও মাঠে নামা হচ্ছে না সেটা অনেকটা নিশ্চিত। যার কারণে ক্লাব ছাড়তে রাজিও হয়েছেন তিনি। 

কেননা আগামী বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ক্লাবে নিয়মিত খেলতে না পারলে বিশ্বকাপে জার্মান জাতীয় দলে জায়গা হবে না তার। এরই মধ্যে বার্ষিক ৫ মিলিয়ন ইউরোতে বার্সা গোলরক্ষককে দলে ভেড়াতে তদবির করছে তুর্কি ক্লাব গ্যালাতাসার। ধারণা করা হচ্ছে সবকিছু ঠিক ভাবে চলছে আসন্ন গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে বার্সা ছেড়ে গ্যালাতাসারে যোগ দিচ্ছেন স্টেগেন।

ইত্তেফাক/জেডএইচ