বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

লেবাননে বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ

আপডেট : ১৬ জুন ২০২৫, ২২:৩০

মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে লেবাননে বসবাসরত বাংলাদেশিদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। 

সোমবার (১৬ জুন) ফেসবুকের মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। লেবাননে স্থানীয় কর্তৃপক্ষ জারিকৃত সতর্কতামূলক বার্তা অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।’

বিশেষ প্রয়োজনে দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করা যাবে– ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নম্বর ৮১৭৪৪২০৭।

ইত্তেফাক/এমএএম