বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সেই লর্ডসে ফিরেই চ্যাম্পিয়ন প্রোটিয়াদের জমকালো উদযাপন

আপডেট : ১৭ জুন ২০২৫, ১২:৪৭

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় প্রোটিয়ারা। এতে করে দীর্ঘ ২৭ বছর পর আইসিসির কোনো ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয় তারা। দীর্ঘ অপেক্ষায় পর শিরোপা জিতে বাধ ভাঙা উদযাপনে মাতে প্রোটিয়া ক্রিকেটাররা।

দীর্ঘ ২৭ বছর পর মেজর শিরোপা জয়ের আনন্দ দ্রুত শেষ হওয়ার নয়। যে লর্ডসে চ্যাম্পিয়ন হয়েছে, গতকাল সেখানে দক্ষিণ আফ্রিকা ফিরেছে উদযাপনকে ভিন্ন এক মাত্রা দিতে। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলের উদযাপন নিয়ে আইসিসি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট করেছে।

অফিশিয়াল ফেসবুক পেজে আইসিসির প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, লন্ডনে বাসে করে ঘুরছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বাসে একটা টেবিলের ওপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি রেখে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা গান গাইছেন অধিনায়ক বাভুমাকে নিয়ে। বাভুমাও সেই গান উপভোগ করছেন। আইসিসি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘তার নাম টেম্বা বাভুমা।’

আইসিসি গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আরেকটি রিলস পোস্ট করেছে চ্যাম্পিয়ন প্রোটিয়াদের নিয়ে। রিলসে দেখা যায়, একটা ব্রিফকেস রাখা মার্করাম ও বাভুমার সামনে। ব্রিফকেসে কী আছে, সেটা জানতে দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। মার্করাম এরপর ব্রিফকেস খুলে খুঁজে পেলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি।

ইত্তেফাক/জেডএইচ