গল টেস্ট শুরুর আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং পজিশন নিয়ে হয় আলোচনা। প্রতিপক্ষকে জেনে যাবে বলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে রহস্য রাখেন শান্ত। তবে আগের পজিশনেই ব্যাটিংয়ে নামেন টাইগার অধিনায়ক। অপরিবর্তিত পজিশনে নেমে চমক দেখিয়েছেন তিনি। ৭০ রানে অপরাজিত আছেন এই টাইগার অধিনায়ক।
দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে দারুণ প্রতিরোধ গড়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।
এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান।
এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। লঙ্কান বোলারদের সামলে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ ও মুশফিক ২৮তম ফিফটি তুলে নেন। ১৩৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তারা।
এই দুই ব্যাটারের প্রতিরোধে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। শান্ত ৭০ ও মুশফিক ৬৬ রানে অপরাজিত আছেন।