রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৬:৩৪

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ মারুফকে বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব শেষ করে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, তিনি বর্তমানে পাকিস্তানে আছেন। তার বদলে ঢাকায় নতুন দূত হিসেবে আসছেন ইমরান হায়দার।

ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে জানানো হয়, বর্তমানে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত।

এদিকে জানা যায়, বেশ কয়েকটি দেশে পাকিস্তানের উপ-রাষ্ট্রদূত নিয়োগের অনুমোদনের পর কাতারে পাকিস্তানের উপ-রাষ্ট্রদূত হবেন আতিয়া ইকবাল। সূত্র জানায়, হাসনাইন ইউসুফকে সিরিয়ায় পাকিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স নিযুক্ত করা হয়েছে, আর রোমান ওয়াজিরকে জার্মানিতে পাকিস্তানের ডেপুটি অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে।

ইত্তেফাক/এমএস