শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে উঠেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লঙ্কান বিপক্ষেই। আরও একবার তার ব্যাট কথা বললো প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে। গল টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পর সেঞ্চুরির তুলে নিয়েছেন মুশফিক। ৫ চারের সাহায্যে ১৭৬ বলে সেঞ্চুরি তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।
গল দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে দারুণ প্রতিরোধ গড়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ জুন) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।
এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাদমান ১৪ ও মুমিনুল ২৯ রান করে ফিরে যান।
এরপর শান্ত ও মুশফিক মিলে প্রতিরোধ গড়েন। লঙ্কান বোলারদের সামলে সাবলীলভাবে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। ২০২ বলে ১১ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন শান্ত। শান্তর পর দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭৬ বলে সেঞ্চুরির দেখা পান মুশফিক।