বিয়ের দিনক্ষণ চূড়ান্ত। সব প্রস্তুতিও নেওয়া শেষ। তবে বিয়ের পিঁড়িতে মাত্র দুদিন আগেই সড়কে ঝরে গেল মনিরুজ্জামান মুন্না (৩৫) নামে এক যুবকের প্রাণ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজারহাট উপজেলার নাজিমখাঁন বাজারে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্নার মৃত্যু হয়। মৃত যুবক রংপুর জেলার হারাগাছ বাংলা বাজার ঠাকুরদান গ্রামের মাহফুজার রহমানের পুত্র। তবে কর্মসূত্রে নাজিমখাঁন এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নাজিমখাঁনে ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন মুন্না। এ সময় নাজিমখাঁন বাজারের সাকিনা মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি ট্রলি অন্য একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মুন্নার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।
মুন্নার পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী এলাকার মোকছেদ আলীর কন্যার সঙ্গে মুন্নার বিয়ে রেজিস্ট্রি হয়। আগামী শুক্রবার মুন্নার বিয়ের আনুষ্ঠানিকতা ও গায়ে হলুদের দিন নির্ধারিত ছিল।
রাজারহাট থানার এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান মুন্না নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিভাবক লিখিত আবেদন দিয়ে মরদেহ নিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।