শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের ফটকে তালা

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৮:৩৭

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। এসময় তারা রাজশাহী শিক্ষা বোর্ডের মূল ফটকে তালা ঝুুলিয়ে দেয়। 

মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও গেট অবরোধের চেষ্টা চালায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত বেলা ২টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফটক ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। তবে যোহরের নামাজের সময় শিক্ষাবোর্ডের ভেতরে থাকা মসজিদে প্রবেশ করতে না পেরে পুলিশের সহায়তায় মুসল্লিরা সেই তালা খুলে দেয়। এক পর্যায়ে শিক্ষাবোর্ডের ভেতরে প্রবেশ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।  

এসময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলামের সঙ্গে দেখা করেন। সেখানে তারা প্রায় ৪০ মিনিট ধরে আলোচনা করে। পরে শিক্ষার্থীরা বেরিয়ে এসে জানায়, তাদের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বছর এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে সেটি পিছিয়ে জুনে হচ্ছে। সেই জায়গা থেকে তারা দুই মাসের বেশি সময় পেয়েছে। তারা করোনার কথা বলছে। তারা যে দাবি জানিয়েছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের জানানো হবে।

তিনি আরও বলেন, চলতি বছরে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন থেকে। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। ছাত্র ৬৮ হাজার ও ছাত্রী ৬৪ হাজার। শিক্ষাবোর্ডের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ইত্তেফাক/এপি