শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

কক্সবাজারে পাহাড়ধসে যুবকের মৃত্যু 

আপডেট : ১৮ জুন ২০২৫, ১৩:২২

কক্সবাজারের রামুতে পাহাড়ধসে সিরাজুল হক (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল একই চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে । 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। স্থানীয়দের বরাতে তিনি বলেন, পাহাড়ের পাদদেশে কাজ করার সময় আকস্মিকভাবে পাহাড়ের মাটি ধসে পড়ে তার মৃত্যু হয়।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, পাহাড় ধসের পর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এপি