মৃত্যুর ছয় দিন পেরিয়ে গেলেও এখনো ভারতে আসেনি ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মরদেহ। সম্পন্ন হয়নি তার শেষকৃত্যও। লন্ডনে এ মুহূর্তে মৃতদেহের ময়নাতদন্ত চলছে। গত ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় গলায় মৌমাছি ঢুকে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সঞ্জয়ের মরদেহ দিল্লিতে এনে শেষকৃত্য সম্পন্ন করার কথা থাকলেও সপ্তাহখানেক পেরিয়ে গেলেও কাপুর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
সঞ্জয় কাপুর লন্ডন নিবাসী হলেও তিনি মূলত আমেরিকার নাগরিক ছিলেন। সঞ্জয়ের তৃতীয় স্ত্রী মডেল প্রিয়া সচদেব সংবাদমাধ্যমে জানান, আন্তর্জাতিক নিয়ম মেনে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে লাশ দেশে আনার ব্যবস্থা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব কারণে সঞ্জয়ের মরদেহ ভারতে আসতে আরও কিছুদিন দেরি হতে পারে।
দিল্লির বাড়িতে তার শেষকৃত্যের আয়োজন করা হবে বলে জানান তার পরিবার। সেখানে দুই সন্তান নিয়ে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাক্তন স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের।
যদিও দিল্লিতে সঞ্জয়ের বাড়ি রয়েছে এবং সেখানে তার মা, বোন ও প্রিয়ার প্রথম পক্ষের মেয়ে (সঞ্জয়ের দত্তক সন্তান) বসবাস করেন। এমন আকস্মিক ঘটনার পর পুরো পরিবার নীরব রয়েছে। এমনকি স্বামীর মৃত্যুর পর থেকে প্রিয়া সচদেবকেও প্রকাশ্যে দেখা যায়নি।
উল্লেখ্য, এর আগে কারিশমা কাপুর সঞ্জয়ের মায়ের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনেছিলেন। কারিশমার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সঞ্জয় মডেল-অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়ান। পাঁচ বছর প্রেমের পর দিল্লির বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে হয়। সঞ্জয় ও প্রিয়ার আজারিয়াস কাপুর নামে এক পুত্রসন্তান রয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) মাত্র ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। মৃত্যুর আগে তিনি ভারতের গুজরাটে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন।
তার কিছুক্ষণ পরই লন্ডনের মাঠে পোলো খেলছিলেন সঞ্জয়। ঘোড়ার পিঠে চড়ে ম্যাচ খেলতে খেলতে আচমকা তার গলায় একটি মৌমাছি চলে যায়। তিনি ভুলবশত তা গিলেও ফেলেন।
এরপরই অসুস্থবোধ করতে শুরু করেন এ ব্যবসায়ী। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। তবে মৌমাছি থেকে হার্ট অ্যাটাক হয়েছে না কি স্ট্রেস থেকে হার্ট অ্যাটাক হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। লন্ডনের হাসপাতালে তাই ভারতীয় এ ব্যবসায়ীর ময়নাতদন্ত চলছে।