ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার।
ঈদের পরেই দুবাইয়ে উড়াল দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দুবাইয়ে তার ডেন্টাল ক্লিনিক রয়েছে। সেজন্যই তার দুবাই যাওয়া। তবে এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন, যুক্তরাষ্ট্র থেকে কানাডা। কানাডার টরনটোতে তার একটি শো রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।
মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আলোচনায় থাকছেন এবার কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানান যে, প্রকৃতি শাস্তি দেয়।
মিষ্টি জান্নাত লিখেছেন, ‘প্রকৃতি তোমাকে শাস্তি দেবে। আমি তো কেউ নই, তোমাকে কিছু দেওয়ার অধিকার নেই।’ এদিকে তার এই পোস্টকে ঘিরে নেটিজেনদের মাঝে চলেছেন আলোচনা-সমালোচনা।
নেটিজেনরা বলছেন, কাকে উদ্দেশ্য করে এ নায়িকা এমন পোস্ট করলেন? অনেকে আবার মিষ্টি জান্নাতে প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
তবে তারচেয়েও বেশি আলোচনা চলছে যেসব গাড়ির পাশে দাঁড়িয়ে তিনি ছবি তুলেছেন। বিলাসবহুল এইসব গাড়িগুলো কার এটাই নেটিজেনদের প্রধান প্রশ্ন। অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন, মিষ্টি জান্নাত এইসব গাড়িতে চড়ে এসেছেন, ছবি তুলেছেন। কার গাড়িতে এসেছেন?