সিনেমায় অভিষেক, বিয়ে, এরপর স্বামী আদনান আল রাজীবের কান উৎসবে বিশেষ স্বীকৃতি- সব মিলিয়ে সেরা সময় কাটাচ্ছেন মেহজাবীন চৌধুরী। গত বছর ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় তার অভিষেকটাও হয়েছে মনে রাখার মতো। কান উৎসব শেষে স্বামী আদনান আল রাজীবের সঙ্গে ফ্রান্সে গিয়েছিলেন মেহজাবীন। সেখানেই বিখ্যাত ল্যুভর মিউজিয়ামের সামনে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ফেসবুকে।