শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

সিনেমার শুরুতে মোদির উক্তি রাখার নির্দেশনায় নাখোশ আমির

আপডেট : ১৮ জুন ২০২৫, ২১:২০

সিনেমার শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উক্তি রাখতে হবে- এমন নির্দেশনা দিয়েছে সেদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড। সংস্থাটির নির্দেশ, বিধিসম্মত সতর্কীকরণ দেখানোর আগেই নরেন্দ্র মোদীর একটি উক্তি যোগ করতে হবে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পাওয়া গেছে এমন তথ্য।

আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত বলিউড সিনেমা ‘সিতারে  জামিন পার’। নিয়ম অনুযায়ী এ সিনেমাটি যায় সেন্সর-এ অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এ। সেখান থেকে ছাড়পত্রও পায় সিনেমাটি, আসে কিছু রদবদলও। অর্থাৎ কিছু বিষয় যোগ করা হয়েছে সেন্সর বোর্ডের নির্দেশে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ডের নির্দেশ ছিল, ছবির শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উক্তি যোগ করতে হবে। বিধিসম্মত সতর্কীকরণেরও আগে মোদীর এই উক্তিটি রাখতে হবে। এখানেই শেষ নয়। কিছু দৃশ্যে ‘কমল’ (পদ্ম) শব্দের ব্যবহার ছিল। বোর্ডের নির্দেশ, সেই শব্দ সরিয়ে দিতে হবে। এই শব্দের ব্যবহার থাকলে তা রাজনৈতিক ভাবে ‘স্পর্শকাতর’ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে ২০ জুন। ছবি: সংগৃহীত

এছাড়াও ছবিতে একটি জায়গায় এক নারী ব্যবসায়ীকে ‘বিজনেসওম্যান’ বলা হয়েছে। লিঙ্গসাম্য বজায় রাখার জন্য সেই জায়গায় ‘বিজনেসপার্সন’ শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের নামের বদলে ‘লাভবার্ডস’ শব্দের ব্যবহার করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

প্রথম দিকে শোনা যাচ্ছিল, বোর্ডের এই দাবিগুলি নিয়ে আমির খুব একটা খুশি নন। এ কারণে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছিল। তবে মঙ্গলবার (১৭ জুন) ছবিটিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। ছবিটি ২ ঘণ্টা ৩৮ মিনিটের বলে জানা গেছে।

ইত্তেফাক/এসএ