বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

বিদেশি পরামর্শকেরা অনুমতি ছাড়াই বাইরে অর্থ পাঠাতে পারবেন

আপডেট : ১৯ জুন ২০২৫, ০০:১৬

সরকারি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেবা বাবদ ফি’র অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শকের ফি, ব্যবস্থাপনা ফি এবং অন্যান্য চলতি সেবার অর্থ ব্যাংকগুলো বিদেশে পাঠাতে পারবে। আগে এ ধরনের লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সুবিধা নিতে হলে কিছু শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো অবশ্যই সরকারের অনুমোদিত হতে হবে এবং সেই অনুমোদনে আর্থিক অনুমোদনও থাকতে হবে। পাশাপাশি বিদেশি সেবা প্রদানকারীর (বেনিফিশিয়ারি) সঙ্গে চুক্তি থাকতে হবে। প্রতিটি খরচের অর্থ পাঠানোর সময় প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে সেবা গ্রহণের প্রমাণস্বরূপ একটি সনদপত্র এবং ইনভয়েস দিতে হবে। এ ছাড়া উৎসে কর, মূল্য সংযোজন কর এবং অন্যান্য প্রযোজ্য কর যথাযথভাবে পরিশোধ করতে হবে।

ইত্তেফাক/এমএএম