শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

মোহাম্মদপুর থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২৫, ১১:৪৯

রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসালম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, শামসুল আলমকে বুধবার রাতে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘আজ শামসুল আলমকে আদালতে তোলা হবে।’

ইত্তেফাক/কেএইচ